পাকশীতে ব্যতিক্রমী ঈদ উদযাপন | ২২৮ জনের পরনে এক রকম পাঞ্জাবী

পাকশীতে ব্যতিক্রম ধর্মী ঈদ উদযাপন পারিবারিক ও সামাজিক সম্পৃতি আরো জোড়ালো করার লক্ষে এই ব্যাতিক্রম উদ্যোগ নিয়েছে পাকশী ইউনিয়ন এর বাঘইল গ্রামের প্রামানিক গোষ্ঠীর এক অংশ ও তাদের নিকট আত্মীয় স্বজন।

দিনব্যাপি মেতে উঠে নানা রকম আয়োজনে।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

তারা বলের নিঃসন্দেহে এমন একটি উদ্যোগ প্রশংসার দাবিদার। বর্তমান এই যান্ত্রিক যুগে আমাদের ঈদ উদযাপন এর ধরন সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছে। যেখানে ঈদের মত একটি ধর্মীয় উৎসবে মানুষ নাচ-গান সহ নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। যার সাথে ইসলাম এর কোনো সম্পর্ক নেই। তাই আমাদের উচিৎ এগুলো থেকে বের হয়ে ইসলাম সমর্থন করে এমন উপায়ে ঈদকে পালন করা।

ঈদের কর্মসূচি:

  • এক রকমের পাঞ্জাবী পরিধান।
  • একসাথে ঈদের নামায আদায়।
  • নামায শেষে মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া ও কবর জিয়ারত।
  • স্বজনদের বাড়িতে সকালের নাস্তা গ্রহন৷
  • পরিবারের অন্যান্য স্বজনদের বাড়িতে সবাই মিলে বেড়াতে যাওয়া।
  • স্বজনদের মধ্যে অসুস্থ ও প্রবীন দের খোঁজ খবর দেয়া।
  • কিছু খেলাধুলার আয়োজন করা ও পুরষ্কার বিতরন।

Check Also

Beautiful View from Paksey Pontun

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *